অবশেষে জট খুলল টিসিএ কাণ্ডের জেনারেল বডির হাতে পূর্ণ ক্ষমতা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট।। অবশেষে জট খুললো টিসিএ কান্ডের। হাইকোর্টের নির্দেশে দুই পক্ষকে মিলেই কাজ করতে হবে।‌ বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধের চেম্বারে দুই গোষ্ঠীর লোকেরাই তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। বিচারপতি উভয় পক্ষের কথা শুনেন। অবশেষে সমাধানের সূত্র বের করে জানিয়ে দেন। এবং এই নির্দেশ মোতাবেক এখন জরুরীকালীন রাজ্য ক্রিকেট সংস্থা পরিচালিত হবে বলে জানান। প্রথমত, এপেক্স কাউন্সিলের সদস্য সংখ্যা কমিয়ে ৫ করা হবে। সদস্যরা হলেন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি এবং ট্রেজারার। আলোচনায় অংশগ্রহণকারীরা চলতি এপেক্স কাউন্সিল বাতিল করে দেওয়ার সিদ্ধান্তে উপনীত হয়েছেন। এখন থেকে এপেক্স কাউন্সিল বলে কিছু থাকবে না। টিসিএ পরিচালনার পুরো দায়িত্বভার পালন করবে জেনারেল বডি। প্রয়োজনে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে নয় সদস্য বিশিষ্ট এপেক্স কাউন্সিল গঠন করা যেতে পারে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনে রুলস সংশোধনীও আনতে পারবে। বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে টিসিএ-র ব্যাংক একাউন্ট পরিচালনা করবেন প্রেসিডেন্ট এবং কোষাধ্যক্ষ যুগ্মভাবে। ১৯ জুলাই এর আগে যেরকম অফিস বেয়ারারদের অবস্থান ছিল, এখনো তাই কার্যকরী থাকবে। টিসিএ-র অফিস বেয়ারারদের কার্যক্রম আগের মতোই চলবে। আগামী ৯ আগস্ট জেনারেল বডির বৈঠক অনুষ্ঠিত হবে। এমবিবি স্টেডিয়ামের ক্লাব হাউজে বেলা বারোটায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে প্রতিটি অনুমোদিত ক্লাবের হয়ে যারা প্রতিনিধিত্ব করবেন তাদের অথারাইজেশন লেটার ৮ আগস্ট এর মধ্যে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনে জমা দিতে হবে। অফিস বেয়ারারদের জেনারেল বডির কাছে আন্ডার টেকিং দিতে হবে যে তারা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের নিয়ম-কানুন মেনে চলবে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সমস্ত কাজকর্ম মূল কার্যালয়েই চলবে। জেনারেল বডি মিটিং এর আলোচ্য বিষয় প্রেসিডেন্ট এবং সেক্রেটারি যৌথভাবে স্থির করবেন। অবসরপ্রাপ্ত আইপিএস বিকে রায়কে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হবে। তিনি টিসিএ-র পুরো বিষয় দেখভাল করবেন এবং প্রয়োজনীয় রিপোর্ট কোর্টে জমা দেবে। টিসিএ-র কার্যক্রম পরিচালনার লক্ষ্যে অমবাডসম্যান এবং এথিক্স অফিসার নিয়োগের বিষয়টিও দেখবে জেনারেল বডি।