কলকাতা, ৩ আগস্ট (হি. স.) : কাঁকুড়গাছিতে ফের বড় তল্লাশি অভিযানে চালালো ইডি।সূত্রের খবর, বৃহস্পতিবার বিকালে মানিকতলা রোডের আইডিয়াল রেসিডেন্সি আচমকা হানা দেন ইডির তদন্তকারীরা। শেষে প্রায় ঘণ্টা দুই তল্লাশি শেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীরা ৭.০৫ মিনিট নাগাদ বেরিয়ে গেলেন।
এদিন ইডির আধিকারিকরা মোট তিনটি গাড়ি নিয়ে এসেছিল । এর মধ্যে দুটি গাড়িতে ছিলেন ইডির তদন্তকারীরা। অন্য একটি গাড়িতে ছিল কেন্দ্রীয় বাহিনী। তবে কী বিষয়ে, কী কারণে তল্লাশি সে বিষয়ে বারবার প্রশ্ন করা হলেও কেন্দ্রীয় তদন্তকারীরা কিছুই জানাতে চাননি। সূত্রের খবর, শুধু তাঁদের মুখে শোনা গিয়েছে ব্ল্যাক মানির কথা। এর থেকে বেশি আর কিছুই বলতে চাইলেন না। আবাসনের নিরাপত্তা রক্ষীরা জানাচ্ছেন, এদিন বাকিল সাড়ে পাঁচটা নাগাদ তদন্তকারীরা এসেছিলেন ওই আবাসনে।
2023-08-03