BRAKING NEWS

ধনপুরের পর এবার বিশালগড়ে ডেঙ্গু আক্রান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট৷৷ ধনপুরের পর উদ্বেগ ও উৎকণ্ঠা বৃদ্ধি পেল বিশালগড় মহকুমায়। ডেঙ্গু আক্রান্ত সনাক্ত হলো বিশালগড় মহকুমার এক ব্যক্তির রক্তে। তাতেই নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য দপ্তর। ডেঙ্গু জ্বর সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

 রাজ্যে ডেঙ্গুর প্রকোপ সীমাহীনভাবে বেড়ে চলেছে। ধনপুরের পর এবার বিশালগড় মহকুমায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। বৃহস্পতিবার খবর পেয়ে আক্রান্ত রোগীর বাড়িতে ছুটে গিয়েছেন বিশালগড় মহকুমা স্বাস্থ্য আধিকারিক জ্যোতির্ময় দাস সহ মেডিকেল টিম।বিশালগড় মহকুমা স্বাস্থ্য আধিকারিক জ্যোতির্ময় দাস জানিয়েছেন, বিশালগড় ঘনিয়ামারা এক নম্বর ওয়ার্ডের বীরচন্দ্র পাড়ার বাসিন্দা মানিক চন্দ্র রায় (৫৫) দুই দিন পূর্বে জ্বর নিয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু জ্বর না কমার কারণে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে জিবিপি হাসপাতালে স্থানান্তর করেন। জিবিপি হাসপাতালের চিকিৎসকরা তাঁর ডেঙ্গু পরীক্ষা করে পজিটিভ পেয়েছেন। তিনি এখন জি বি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই খবর পাওয়ার পরপরই বিশালগড় মহকুমা হাসপাতালের তরফ থেকে ঘনিয়ামারা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে ছুটে যান চিকিৎসক দল। জ্বরে আক্রান্ত প্রত্যেককে পরীক্ষা-নিরীক্ষা করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কোথাও যাতে কোন ধরনের অঘটন ঘটতে না পারে সেজন্য আগাম সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন স্বাস্থ্য আধিকারিকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *