আগরতলা, ২ আগস্ট : রাজ্যে চুরির ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়েই চলেছে। প্রায় প্রতি রাতে কোন না কোন স্থানে চুরির ঘটনার ফলে মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। এরই মধ্যে মঙ্গলবার গভীর রাতে গন্ডাছড়া হাসপাতাল চৌমুহনী এলাকায় এক দোকানে হাত সাফাই করল চোরের দল।
জনৈক ক্ষুদ্র ব্যবসায়ী জানিয়েছেন, প্রতিদিনের মতো গতকাল রাতেও দোকান বন্ধ করে বাড়িতে গিয়েছিলেন। কিন্তু আজ সকালে এসে দোকানে চুরি যাওয়ার ঘটনাটি দেখতে পান তিনি। চোরের দল দোকানের দরজার তালা ভেঙে বিভিন্ন সামগ্রী সহ নগদ তিন হাজার টাকা নিয়ে পালিয়েছে বলে জানান তিনি।

