আমবাসা, ২ আগস্ট : আজ ধলাই জেলায় প্রথম মহিলা থানার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা। আজ সকালে
আগরতলা থেকে ট্রেনে করে আমবাসায় গিয়ে পৌঁছালে সেখানে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়। এরপর তিনি মহিলা থানার কনফারেন্স হলে সমস্ত পুলিশ আধিকারিকদের নিয়ে সংক্ষিপ্ত অনুষ্ঠানে মিলিত হয়েছেন।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, আমবাসাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে আজ নবনির্মিত আমবাসা মহিলা থানার উদ্বোধন হয়েছে। নারী সংক্রান্ত অপরাধ রুখতে আমবাসা মহিলা থানা আগামী দিন বড় ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

