রাজ্যের সব কটি দপ্তরে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে পি.আর.টি.সি কার্যকর হচ্ছে না, বিক্ষোভ কংগ্রেসের

আগরতলা, ১ আগস্ট।। রাজ্যের সব কটি দপ্তরে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে পি.আর.টি.সি কার্যকর হচ্ছে না। ফলে, বহিঃরাজ্যের যুবকরা রাজ্যে এসে বাকা পথে পি.আর.টি.সি বের করার সুযোগ পাচ্ছেন। এমনটাই অভিযোগ তুলে মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবন থেকে প্রদেশ যুব কংগ্রেস, প্রদেশ মহিলা কংগ্রেস, এন এস ইউ আই এবং প্রদেশ কংগ্রেস যৌথভাবে এক প্রতিবাদ কর্মসূচি সংঘটিত করেছে। তাঁরা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শ্রম দপ্তরের অফিসের সামনে গিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন। 

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত প্রদেশ যুব কংগ্রেসের সহ-সভাপতি শাহাজান ইসলাম সরকারের সমালোচনা করে বলেন, গত কয়েকদিন আগে রাজ্য মন্ত্রিসভায় বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয় রাজ্যের সমস্ত দপ্তরের নিয়োগের ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক। কিন্তু তারপরেও পিডব্লিউডি এবং ডেন্টাল কলেজে নিয়োগের ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করা হয়নি। যার ফলে বহিঃরাজ্যের ছেলে মেয়েদের আবারো রাজ্যের চাকরি পাওয়ার ক্ষেত্রে বড় সুযোগ করে দিয়েছে ত্রিপুরা সরকার। পাশাপাশি যেসব দপ্তরে পি.আর.টি সি বাধ্যতামূলক করা হয়েছে সেসব দপ্তরেও ভুয়া পিআরটিসি’র মাধ্যমে চাকুরীর জন্য আবেদন করছে বহির্রাজ্যের যুবকরা। তাই এ ধরনের প্রতারণা রাজ্যের যুবকদের সাথে না করে বঞ্চনার দূরীকরণের দাবি জানায় যুব কংগ্রেস। ভুয়ো আর টি সি বের করার জন্য যেসব আধিকারিক সহযোগিতা করছেন তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করারও দাবি জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *