তিনসুকিয়ায় গ্রেফতার প্রাক্তন আলফা (স্বা)-ক্যাডারঅভিযোগ, যুবকদের প্ররোচিত করে উগ্রপন্থী সংগঠনে যোগ দেওয়াতো সুরজিৎ গগৈ

তিনসুকিয়া (অসম), ১ আগস্ট (হি.স.) : তিনসুকিয়ায় পুলিশ গ্রেফতার করেছে প্রাক্তন আলফা (স্বা)-ক্যাডার নাবালক সুরজিৎ গগৈকে৷ সুরজিতের বিরুদ্ধে অভিযোগ, পরেশ বরুয়া নেতৃত্বাধীন নিষিদ্ধ উগ্রপন্থী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম ইন্ডিপেনডেন্ট (আলফা-স্বাধীন)-এর যুবকদের যোগদান করাতে সে প্ররোচনা দিত৷

আজ তিনসুকিয়া জেলার পুলিশের সদর দফতরের এক সূত্র জানিয়েছে, সুরজিৎ গগৈ একজন প্রাক্তন আলফা (স্বাধীন)-এর ক্যাডার সদস্য৷ আত্মসমর্পণ করার পরও সে উগ্রপন্থীদের হয়ে কাজ করত৷ সে অনুযায়ী সে সংগঠনে সদস্য ভরতির কাজ করত৷ কিছু দিন আগে আলফা (স্বাধীন)-এ যোগ দেওয়াতে তাকে ১৭ জন যুবকের একটি তালিকা ধরিয়ে দেওয়া হয়েছিল।

সূত্রটি আরও জানিয়েছে, উজান অসমের তিনসুকিয়া জেলা পুলিশ ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম (ইন্ডিপেনডেন্ট)-এর বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। এই অভিযানের অঙ্গ হিসেবে পুলিশ প্রাক্তন আলফা (স্বা) ক্যাডার সুরজিৎ গগৈকে গ্রেফতার করেছে৷ এই অঞ্চলে আলফা তৎপরতা বাড়িয়েছে বলে এ ধরনের অপারেশন চালানো হচ্ছে।

২০২১ সালে আলফা-স্বাধীনে যোগদান করেছিল সুরজিৎ গগৈ। কিন্তু তার পরের বছর ২০২২ সালে তিনসুকিয়া পুলিশ তাকে গ্রেফতার করে৷ বর্তমানে তার বিরুদ্ধে পুলিশি তদন্ত চলছে৷ এরই মধ্যে সে আলফা (স্বা)-এ নিয়োগ করতে যুবকদের প্ররোচিত করছিল৷