নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ আগস্ট।। এবার ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের দুই গোষ্ঠীকে উচ্চ আদালতে স্বশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন হাই কোর্টের বিচারপতি অরিন্দম লোধ। বেলা সাড়ে ১২ টায় তাঁদের আদালতে হাজির থাকতে বলা হয়েছে।
টিসিএ-র সেক্রেটারি তাপস ঘোষ ও ভাইস প্রেসিডেন্ট তিমির চন্দ বিভিন্ন অভিযোগ এনে উচ্চ আদালতে মামলা করেছিলেন। মূলত তাদের অভিযোগ ছিল, গোষ্ঠী কোন্দলের জেরে তাদের কাজ করতে দেওয়া হচ্ছে না। এছাড়াও এমবিবি স্টেডিয়ামের এল-ই-ডি ফ্ল্যাড লাইট নিয়ে যে অভিযোগ উঠেছে তার সঠিক তদন্ত করার জন্য। পরবর্তীতে আইনি ভাবে সবকিছু বিচার করে পুনরায় নির্বাচনের দাবি জানানো হয়েছিল।
এরই পরিপ্রেক্ষিতে তাদের পক্ষের আইনজীবী শঙ্কর লোধ জানিয়েছেন, উচ্চ আদালত প্রত্যেকটি বিষয় বিবেচনা করে আদেশ দিয়েছেন আগামীকাল অর্থাৎ বুধবার টিসিএ -র প্রত্যেক সদস্য অর্থাৎ প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ সকলেই উপস্থিত থাকেন। বুধবার দুই পক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেবে উচ্চ আদালত।
উল্লেখ্য, টিসিএ-র বিবাদের জেরে বেশ কিছুদিন ধরেই রাজ্যে তোলপাড় অবস্থা ক্রীড়া মহলে। টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছিল সেক্রেটারির বিরুদ্ধে। তাদের অফিসে ঢুকতে গেলে বাধা দেওয়া হয়। আক্রান্ত হন প্রাক্তন ক্রিকেটার তিমির চন্দ। তারপরেই জল গড়ায় আদালত পর্যন্ত। এবার শেষ পর্যন্ত বুধবার কি রায় দেন আদালত তার দিকে তাকিয়ে গোটা রাজ্য। তবে এই রায়ের ফলে রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশনে পুনরায় শান্তি ফিরে আসতে পারে বলে ধারণা করা যাচ্ছে।

