নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ আগস্ট।। অবশেষে বিচার পেল ১২ বছরের নাবালিকা। ধর্ষক সৎ বাবার ২০ বছরের সশ্রম কারাদণ্ড রায় দিয়েছে আদালত।
গত ১ জুন ২০২২ বিকাল ৫টা নাগাদ নির্যাতিতার মা ১২ বছরের মেয়েকে তার দ্বিতীয় স্বামীর কাছে ভট্টপুকুরস্থিত ভাড়া বাড়িতে রেখে কাজে চলে গেছিলেন। নির্যাতিতা নাবালিকার মা হাপানিয়া টিএমসি হাসপাতালে সাফাই কর্মীর কাজ করতেন। সেই সুযোগে অভিযুক্ত অমর নমঃ(৩৫) পিতা- মৃত নিকুঞ্জ নমঃ অর্থাৎ নির্যাতিতার সৎ বাবা রাত প্রায় ১০ টা নাগাদ ১২ বছরের ওই নাবালিকাকে ধর্ষণ করেন।
তার বিরুদ্ধে নির্যাতিতার মা আগরতলা পশ্চিম থানায় মামলা দায়ের করেছিলেন। তার পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্তকারী অফিসার মুন্না মজুমদার পকসো আইনে মামলা নিয়ে তদন্ত শুরু করেছিলেন। এই মামলার তদন্ত শেষে তদন্তকারী অফিসার ভারতীয় ফৌজদারী দন্ডবিধি ৩৭৬(২)(এফ)/৩৭৬(এবি) এবং ৫০৬ ধারায় আদালতে চার্জশিট জমা দিয়েছেন।
এডিশনাল জেলা ও দায়রা জজ কোর্ট, পশ্চিম আগরতলা ৩১ জুলাই এই মামলার রায় ঘোষণা করেছেন। অভিযুক্ত অমর নমঃকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা ঘোষণা করেছেন। অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড ঘোষণা করা হয়েছে।