ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই।।
ত্রিপুরার দ্বিতীয় এবং দেশের দ্রুততম আন্তর্জাতিক আরবিটরের সম্মান পেলেন অনুপম ভট্টাচার্য। সোমবার ফিডে থেকে আনুপমের আন্তর্জাতিক আরবিটর হওয়ার স্বীকৃতি দেওয়া হয়। এর আগে প্রদীপ কুমার রায় ওই সম্মান পেয়েছিলেন। মাত্র ১ বছরের অনুপম ওই সম্মান পেলেন। সম্ভবত দেশের প্রথম আরবিটর হিসাবে অনুপম দ্রুত ওই সম্মান অর্জন করলেন।
2023-07-31