নয়াদিল্লি, ৩১ জুলাই (হি.স.): কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সোমবার টুইট করে খাড়গে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন। টুইটে তিনি লেখেন, “মণিপুরের জনগণের বেদনা, যন্ত্রণার ব্যাপারে নরেন্দ্র মোদী সরকার উদাসীন।”
টুইটে খাড়গে লেখেন, “মণিপুর যখন অশান্তির মুখোমুখি, তখন মোদী সরকার উদাসীন। আমাদের ইন্ডিয়া জোটের সাংসদরা মণিপুর পরিদর্শন করার পরে, মানুষের কাছ থেকে হৃদয় বিদারক বেদনার গল্প শুনেছেন। তাঁরা সমস্ত সম্প্রদায়ের সঙ্গে জড়িত।” খাড়গে আরও লিখেছেন, “মণিপুরে অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ হয়ে গিয়েছে, শিশুরা স্কুলে যেতে পারছে না, কৃষকরা নিজেদের চাষাবাদ বন্ধ করে দিচ্ছেন, এবং মানুষজন আর্থিক ক্ষতি এবং মানসিক কষ্ট উভয়ের মধ্যেই ভুগছেন।” খাড়গে আরও লেখেন, “মণিপুর পরিস্থিতি মোকাবিলায় মোদী সরকার অজ্ঞ এবং নির্বোধ বলে মনে হচ্ছে, সংসদে ব্যাপক বিবৃতির অনুপস্থিতিতেই তা স্পষ্ট।”

