দুর্গাপুরে সস্তায় আদা-লঙ্কা বেচে মূল্য বৃদ্ধির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ কংগ্রেসের

দুর্গাপুর, ৩০ জুলাই (হি.স.) : নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ক্রমশ বাড়ছে। বিশেষ করে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সব্জির পাশাপাশি লাগাম ছাড়া টমেটো, লঙ্কা, আদা, রসুনের দামও। এই অবস্থায় সস্তায় আদা-লঙ্কা বেচে মূল্য বৃদ্ধির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ কংগ্রেসের। রবিবার দুর্গাপুরে আশিস মার্কেটে কংগ্রেসের দোকানে লঙ্কা, আদা, রসুন কম টাকায় কিনতে মানুষের ভিড়।

দীর্ঘদিন ধরে বাজারে শাকসব্জির দাম উর্দ্ধমুখী। অথচ হুংশ নেই নেই কেন্দ্রীয় ও রাজ্য সরকারের। রাজ্য সরকারের টাক্সফোর্স চির নিদ্রায়।এমতাবস্থায় সাধারণ মানুষের দুরাবস্থার কথা সরকারের কাছে তুলে ধরতে দুর্গাপুর মহকুমা যুব কংগ্রেস রবিবার সকালে আশিষ মার্কেটে একটি অভিনব প্রতিকী কর্মসূচী গ্রহন করে। রাহুল গান্ধীর দেখানো পথ অনুযায়ী মহব্বত কা দুকান খোলা হল। লঙ্কা ১০০ টাকা, রসুন ১০০ টাকা, আদা ৭০ টাকা, টমেটো ৪০ টাকা করে বিক্রি করা হলো সাধারণ মানুষের কাছে।

জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, চাষিদের কাছ থেকে ফসল কিনে নিয়ে কৃত্রিমভাবে দাম বাড়ানো হচ্ছে বাজারে। এই কেন্দ্রীয় সরকারের আমলে সব জিনিসের মূল্যবৃদ্ধি হচ্ছে। এই রাজ্যে টাস্কফোর্সের দেখা নেই। সেই প্রেক্ষিতে রাহুল গান্ধীর মহব্বত কা দুকান খুলে কম দামে জিনিস বিক্রি করা হচ্ছে। প্রচুর ভিড় হচ্ছে এখানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *