প্রাক্তন খেলোয়ারদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে ফোরাম গঠন আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই।। প্রাক্তন খেলোয়ারদের উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি অনেক পুরোনো। বিষয়টি চিরন্তন হলেও সময়ে সময়ে প্রাক্তন খেলোয়াররা ঐক্যবদ্ধ হয়ে দাবি আদায়ের লক্ষ্যে কিছু একটা উদ্যোগ আয়োজনের অবশ্যই প্রয়োজন রয়েছে। ‌ বেশ ক-জন প্রাক্তন খেলোয়ার একত্রিত হয়ে এই মুহূর্তে বিষয়টা অনুধাবন করছেন। প্রত্যেক ইভেন্টের সকল   খেলোয়ার বৃন্দদের অনুরোধ করা হয়েছে, কয়েকজন প্রাক্তন খেলোয়াড় মিলে একটা পরিকল্পনা নিয়েছেন , যেটা বেকার প্লেয়ার ও ক্রীড়াবিদদের সহযোগিতা করার জন্য। আগামীকাল বেলা ২:০০ টায় উমাকান্ত মাঠে সকল খেলোয়াড় বৃন্দের উপস্থিতি একান্তভাবে কামনা করছেন । এবং প্রত্যেক ইভেন্টের খেলোয়াড় বৃন্দ সবাইকে নিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। বিগত দিন ধরে বঞ্চিত হয়ে আসা বিষয় নিয়ে একটা আলোচনা সভা আয়োজন করা হয়েছে এবং এর মধ্যে  অল ত্রিপুরা প্লেয়ার্স ফোরাম কমিটি গঠন করা হবে। যেটা পরবর্তী সময়ে ক্রীড়াবিদদের নিয়ে মুখ্যমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রী নিকট আলোচনা মাধ্যমে কিভাবে বেকার খেলোয়াড় ও ক্রীড়াবিদদের সমস্যা দূর করা যায়, সে বিষয়ে আরো এগিয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হবে। প্রত্যেক প্রাক্তন খেলোয়ারদের উপস্থিত থাকার জন্য আহ্বায়করা অনুরোধ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *