আগরতলা, ২৮ জুলাই (হি.স.) : রাস্তার দুইপাশে সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে তোলা দোকানপাট ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে আগরতলা পুর নিগম। আজ সকালে বড়জলা বাজার থেকে দূর্গা চৌমুহনী পর্যন্ত জবরদখলে থাকা দোকানগুলি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আগরতলা পুর নিগম মেয়র দীপক মজুমদারের বলেন, আগরতলা শহরকে যানজটমুক্ত করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিন তিনি জানিয়েছেন, বড়জলা বাজার থেকে দূর্গা চৌমুহনী পর্যন্ত রাস্তার দুই পাশে সরকারি জায়গায় বেআইনিভাবে দোকানপাট গড়ে তোলা হয়েছিল। পুর নিগমের পক্ষ থেকে বেআইনি দখলদারদের দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য বেশ কয়েকবার বলা হয়েছিল।
এদিন তিনি আরও জানিয়েছেন, কিছু দিন পূর্বেও প্রসাশনের পক্ষ থেকে ওই সমস্ত ব্যবসায়ীদের নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু অনেকেই তাতে কর্নপাত করেননি। অবশেষে আজ সকাল থেকে বুলডোজার দিয়ে বেশ কিছু সংখ্যক বেআইনিভাবে গজিয়ে ওঠা দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
তাঁর কথায়, আগরতলা শহরকে যানজটমুক্ত করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।