নয়াদিল্লি, ২৮ জুলাই (হি.স.): বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোট মণিপুরে যাচ্ছে শনিবার, ২৯ জুলাই। দু’দিনের এই সফরে ২৬ দলের প্রতিনিধিরা কথা বলবেন সব পক্ষের সঙ্গে। বিরোধীদের এই মণিপুর সফরকে কটাক্ষ করলেন বিজেপি সাংসদ রবি কিশান। শুক্রবার সংসদ চত্বরে রবি কিশান বলেছেন, “তাঁরা (বিরোধীরা) যেখানে খুশি সেখানেই যেতে পারেনা, তাঁদের পাকিস্তান, শ্রীলঙ্কা ও চিনেও যাওয়া উচিত।”
প্রসঙ্গত, হিংসায় উত্তপ্ত মণিপুরের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে সে রাজ্যে যাচ্ছেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র একটি প্রতিনিধিদল। শনিবার মণিপুরে পৌঁছবেন প্রতিনিধিদলের সদস্যেরা। রবিবার পর্যন্ত সেই রাজ্যে থেকে প্রায় সব পক্ষের সঙ্গে আলোচনা করবেন তাঁরা। বিরোধী জোটের একটি সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে।