হাফলং (অসম), ২৮ জুলাই (হি.স.) : আগামী নভেম্বর বা ডিসেম্বরে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। ২০২৪ সালের মে মাসে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদে দেবোলাল গার্লোসার নেতৃত্বাধীন বিজেপির পরিষদের পাঁচ বছরের কার্যকাল শেষ হতে চলছে। এদিকে ২০২৪ সালে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে । তাই লোকসভা নির্বাচনকে মাথায় রেখে চলতি বছরের নভেম্বর বা ডিসেম্বরে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। আর এই নির্বাচনকে সামনে রেখেই ডিমা হাসাও জেলায় দল বদল শুরু হয়ে গেছে।
সম্প্রতি ডিমা হাসাও জেলার উমরাংসোতে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে শতাধিক সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। আজ শুক্রবার বিভিন্ন রাজনৈতিক দল থেকে ৩০ জন সদস্য কংগ্রেস দলে যোগদান করে।
আজ শুক্রবার হাফলং রাজীব ভবনে ডিমা হাসাও জেলা কংগ্রেসের সভাপতি সমরজিৎ হাফলংবার, উপ-সভাপতি অরিপম বডো, কংগ্রেসের বরিষ্ঠ নেতা কালিজয় সেংইয়ং, অভাস্টিং পাচুয়াংয়ের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দল থেকে ত্রিশ জন সদস্য কংগ্রেস দলে যোগদান করেন।
ডিমা হাসাও জেলা কংগ্রেসের সভাপতি সমরজিৎ হাফলংবার সাংবাদিকদের বলেন, পুরো দেশে যে ভাবে পরিবর্তনের হাওয়া বইছে ঠিক সেভাবে ডিমা হাসাও জেলায়ও পরিবর্তেনর হাওয়া বইছে। বিজেপির ধর্মের রাজনীতিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ। তাছাড়া ডিমা হাসাও জেলায় দেবোলাল গার্লোসার নেতৃত্বে উত্তর কাছাড় পার্বত্য পরিষদে অরাজকতা চলছে এবং অসম মালার অধীনে দুই লেন সড়ক নির্মাণের জমি অধিগ্রহণ বাবদ ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত জমির মালিকরা। তাছাড়া পিআরসির নামে জেলার আদি বাসিন্দাদের হেনস্তা করা হচ্ছে। এর বিরোধিতায় এবং এ ধরনের অরাজকতার মোকাবিলা করতে এবার বিভিন্ন রাজনৈতিক দল থেকে ত্রিশ জন সদস্য কংগ্রেস দলে যোগদান করেছেন।
তিনি বলেন, এঁদের মধ্যে রয়েছেন এএসডিসির সেইখেও খেলমা ও জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক স্বদেশ জিডুং। তাছাড়া হাফলং দিহাঙ্গি এলাকার বিজেপি দলের কর্মী। তাছাড়া আগামীতে উমরাংসো, মাইবাং ও মাহুরে বিভিন্ন দল থেকে কংগ্রেস দলে যোগদান কার্যসূচি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ডিমা হাসাও জেলা কংগ্রেসের সভাপতি সমরজিৎ হাফলংবার।