ব্লাড মাউথ: ৩
কল্যাণ সমিতি: ১
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই।। দুর্দান্ত জয় ব্লাড মাউথ ক্লাবের। ভাইটাল ম্যাচে গুরুত্বপূর্ণ জয় ছিনিয়ে ব্লাড মাউথ ক্লাব নিজেদের খেতাবের দাবিদার করে তুলেছে। এখন টক্কর নাইন বুলেটস এর বিরুদ্ধে। নাইন বুলেটস ও ব্লাড মাউথ সম সংখ্যক ম্যাচে সম সংখ্যক পয়েন্ট হলেও গোল ব্যবধানের নিরিখে নাইন বুলেটস কিছুটা এগিয়ে রয়েছে। নাইন বুলেটস-এর শেষ ম্যাচটি রয়েছে নবোদয় সংঘের বিরুদ্ধে। অপরদিকে ব্লাড মাউথ ক্লাবের শেষ ম্যাচটি রয়েছে ত্রিপুরা স্পোর্টস স্কুলের বিরুদ্ধে। আজ, শুক্রবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেলে দিনের একমাত্র খেলায় ব্লাড মাউথ ক্লাব ৩-১ গোলের ব্যবধানে কল্যাণ সমিতিকে পরাজিত করেছে। খেলার প্রথমার্ধে বিজয়ী দল এক-শূন্য গোলে এগিয়ে ছিল। অমিত জমাতিয়ার প্রথম গোল খেলার ৩৩ মিনিটের মাথায়। দ্বিতীয়ার্ধেও অমিত জমাতিয়া আরও একটি গোল করে ব্যবধান বাড়িয়ে ২-০ করে নেয়। তিন মিনিট বাদে প্রীজম সনাথৈ মৈতি আরেকটি গোল করে ব্যবধান ৩-০ করে নেয়। পক্ষান্তরে কল্যাণ সমিতি গোল শোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনার লক্ষ্যে একাধিকবার চেষ্টা করলেও কার্যত সফল হয়নি। শেষ মুহূর্তে ৮৩ মিনিটের মাথায় লাল পেক তুলুঙ্গা একমাত্র গোলটি করে ব্যবধান কমিয়ে ১-৩ করে নেয়। খেলার দুই অর্ধে দুই দলের দুইজনকে রেফারী খেলায় অসদাচরনের দায়ে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি তাপস দেবনাথ, বিশ্বজিৎ দাস, বিপ্লব সিংহ ও আদিত্য দেববর্মা। দিনের খেলা: নবোদয় সংঘ বনাম ভারতরত্ন সংঘ, বিকেল চারটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে।