মুম্বই ও আহমেদাবাদ, ২৮ জুলাই (হি.স.): বৃষ্টি থামছেই না মহারাষ্ট্র ও গুজরাটে। এই দুই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মুম্বইয়ে শুক্রবার সকালেও ভারী বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে ভিজেছে রত্নাগিরি, রায়গড়, সিন্ধুদুর্গ-সহ মহারাষ্ট্রের বিভিন্ন জেলা। আবার গুজরাটের নভসারি, জুনাগড় প্রভৃতি জেলায় বৃষ্টির দুর্যোগ চলছে।
অবিরাম বৃষ্টিপাতের ফলে মহারাষ্ট্রের নান্দেদের বেশ কিছু অংশে জল জমে গিয়েছে, ফলে সাধারণ মানুষ অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এইরকম অবস্থা মহারাষ্ট্রের থানে জেলাতেও। একটানা ভারী বর্ষণে মহারাষ্ট্রের ওয়াদালার বেশ কিছু জায়গাতেও জল জমে গিয়েছে। অন্যদিকে, বৃহস্পতিবার রাত থেকে অবিরাম বৃষ্টির কারণে গুজরাটের নাভসারিতে ভয়াবহ জলাবদ্ধতার পরিস্থিতি দেখা দিয়েছে। জেলাশাসক অমিত প্রকাশ যাদব শহরের সমস্ত স্কুল ও কলেজে ছুটির নির্দেশ দিয়েছেন।