করিমগঞ্জের নারাইণপু‌রে বাজেয়াপ্ত অবৈধ কাঠ সহ চেরাই মে‌শিন


পাথারকান্দি (অসম), ২৭ জুলাই (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত দোহালিয়া ফরেস্ট রেঞ্জের অধীন নারাইণপুরে বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণের অবৈধ কাঠ সহ চেরাই মে‌শিন।

ডিএফও চির‌ঞ্জিৎ জৈ‌নের নি‌র্দেশে আজ বৃহস্প‌তিবার বেলা দেড়টা নাগাদ দোহা‌লিয়া রেঞ্জ ফ‌রেস্ট অফিসার প্রণব ক‌লিতার নেতৃ‌ত্বে বিট অফিসার মসমন আলি, ফ‌রেস্টার প্রদীপ বা‌রই ও বনকর্মী দি‌লোয়ার হো‌সেন সহ ফ‌রেস্ট প্রটেকশন টিম এবং সিআর‌পিএফ-এর এক‌ দল পাথারকা‌ন্দির নারাইণপুর এলাকার এক ব্যক্তির বা‌ড়ি‌তে অভিযান চালায়। অভিযানকারীরা ওই বা‌ড়ি ঘেরাও ক‌রে এক‌টি কাঠ চেরাই মেশিন এবং প্রায় ৪০ সিএফ‌টি চেরাই বনজ কাঠ বাজেয়াপ্ত করেছেন। ত‌বে অবৈধ বন সম্পদ বাণিজ্যের সঙ্গে জ‌ড়িত কাউকে ধরতে পারেননি অভিযানকারীরা।

রেঞ্জ অফিসার প্রণব ক‌লিতা জানান, বন বিভা‌গের অভিযা‌নের আগাম খবর পে‌য়ে বা‌ড়ির মা‌লিক পা‌লি‌য়ে গা ঢাকা দিয়েছেন। তাই তাকে ধরা সম্ভব হয়নি। ত‌বে তার অবৈধ ডেরা ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন তাঁরা, জানান রেঞ্জ অফিসার। তিনি জানান, বাজেয়াপ্তকৃত কাঠ সহ মে‌শিন তুলে দোহা‌লিয়া ফরেস্ট রেঞ্জ অফিসে রাখা হয়েছে।