উলুবেড়িয়ায় সিপিএম প্রার্থীর মনোনয়ন বাতিল মামলায় তিন অফিসারকে সাসপেন্ড করার সুপারিশ বিচারপতির


কলকাতা, ২৭ জুলাই (হি. স.) : পঞ্চায়েত ভোট উলুবেড়িয়ায় সিপিএম প্রার্থী কাশ্মীরা বিবি খাতুনের মনোনয়নপত্র ষড়যন্ত্র করে বিকৃত করা হয়েছে। বিচারপতি দেবীপ্রসাদ দে তাঁর রিপোর্টে এমনটাই জানিয়ে বলেন, বিডিও এবং এসডিও-ও ষড়যন্ত্রে যুক্ত ছিলেন।

ওই চক্রে যুক্ত অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের এক অফিসারও। বিচারপতি দে ওই তিন অফিসারকেই সাসপেন্ড করার সুপারিশ করেছেন। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ করার কথাও বলা হয়েছে ওই সুপারিশে। পাশাপাশি তিন জনের বিরুদ্ধে এফআইআর করতে বলা হয়েছে। বৃহস্পতিবারই বিচারপতি তাঁর রিপোর্ট বিচারপতি অমৃতা সিনহার এজলাসে পেশ করেন। এই রিপোর্টের ফলে আদালতে জোর ধাক্কা খেল শাসকদল তৃণমূল এবং হাওড়া জেলা প্রশাসন।

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনে উলুবেড়িয়া-১ ব্লকের গ্রাম পঞ্চায়েতে সিপিএম প্রার্থী কাশ্মীরে বিবি এবং ওমজা বিবির মনোনয়নপত্র বিকৃত করার অভিযোগ ওঠে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তাদের বিরুদ্ধে।

কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও স্ক্রুটিনির পর তাঁদের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। অভিযোগ, দুজনেরই ওবিসি সার্টিফিকেট ইচ্ছাকৃত ভাবে বিকৃত করা হয়েছে। ভোটের আগেই তাঁরা আদালতের দ্বারস্থ হন। বিচারপতি অমৃতা সিনহা ওই বেনিয়মের জন্য সিবিআই তদন্তের নির্দেশ দেন। রাজ্য সরকার সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যায়। ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে জানায়, বিচারপতি দেবীপ্রসাদ দে-র নেতৃত্বে ওই ঘটনার অনুসন্ধান করে প্রকৃত ঘটনা খুঁজে বের করতে হবে।

এর আগে, দুই প্রার্থীই এসডিওকেও গোটা বিষয়টি জনিয়েছিলেন। কিন্তু তিনি কোনও পদক্ষেপ না করে আবেদনকারীকে নথি জমা দিতে বলেন। তাঁদের হয়ে আইনজীবী বিকাশ ভট্টাচার্য সমস্ত নথি আদালতে পেশ করে বলেন, গোটা ঘটনাটি একটি বৃহত্তর ষড়যন্ত্র।

পরিকল্পিত ভাবে মনোনয়নপত্র ওবিসি সার্টিফিকেট বিকৃত করা হয়েছে। ডিভিশন বেঞ্চের নির্দেশমতোই বিচারপতি দে অনুসন্ধান করে সুপারিশ সহ রিপোর্ট জমা দেন আদালতে। বিচারপতি দে-র পর্যবেক্ষণ, কাশ্মীরার প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী লুৎফর বেগমের ওবিসি সার্টিফিকেট জাল।