কলকাতা, ২৭ জুলাই (হি. স.) : বিধানসভায় বিজেপির আনা জোড়া মুলতুবি প্রস্তাব গ্রহণ করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। একটি প্রস্তাব আনা হয়েছিল রাজ্যের নারী নির্যাতনের অভিযোগে। আরেকটি মুলতুবি প্রস্তাব আনা হয়েছিল পঞ্চায়েত নির্বাচনে হিংসা নিয়ে। দুটি প্রস্তাবই গ্রহণ করেছেন স্পিকার। দুটি প্রস্তাব নিয়ে আলোচনার জন্য এক ঘণ্টা বরাদ্দ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই হচ্ছে আলোচনা।
স্পিকার এভাবে মুলতুবি প্রস্তাব গ্রহণ করায় বিজেপি বিধায়করাও খানিকটা অবাক। এই মুলতুবি প্রস্তাব গৃহীত হবে সেটা একেবারেই ভাবেনি বিজেপির শীর্ষ নেতৃত্ব। গেরুয়া শিবিরের ধারণা ছিল, বিচারাধীন বিষয় বলে এই দুটি মুলতুবি প্রস্তাব প্রত্যাখ্যান করা হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কৌশল ছিল, সরকার যদি বিচারাধীন বিষয় বলে রাজ্যের ভোট হিংসা এবং নারী নির্যাতন নিয়ে আলোচনা করতে না চায়, তাহলে বিধানসভায় ‘অস্বস্তিকর’ মণিপুর ইস্যু নিয়ে তারাও আলোচনায় অংশ নেবেন না।
কিন্তু স্পিকার ভোট হিংসা এবং রাজ্যের নারী নিরাপত্তা ইস্যুতে আলোচনায় রাজি হয়ে যাওয়ায় শুভেন্দুদের সেই কৌশল মাঠে মারা গেল। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মুলতুবি প্রস্তাব দুটি নিয়ে আলোচনা হবে। মুলতবি প্রস্তাবে বিরোধীদের তরফে বক্তব্য রাখবেন শুভেন্দু অধিকারী, নিখিলরঞ্জন দে ও দিবাকর ঘরামি।

