হাইলাকান্দিতে শুরু পশুখাদ্যের ঘাসের চারা বণ্টন


হাইলাকান্দি (অসম), ২৭ জুলাই (হি.স.) : হাইলাকান্দি জেলায় পশু খাদ্যের জন্য উন্নত জাতের অধিক ফলনশীল ঘাসের চারা বণ্টন শুরু হয়েছে। ইতিমধ্যে জেলার চিপরসাঙ্গন ভেটেরিনারি ডিসপেন্সারিতে আলগাপুর ব্লকের ৩৩ জন চাষির হাতে এই চারা তুলে দেওয়া হয়।

ভেটেরিনারি বিভাগের উদ্যোগে ন্যাশনাল লাইভ স্টক মিশন কর্মসূচির অধীনে এতে একেকজন চাষির হাতে ১৪০টি করে ঘাসের চারা, ১২ কেজি করে সার এবং এক প্যাকেট করে কীটপতঙ্গ প্রতিরোধী ঔষধ তুলে দেওয়া হয়েছে। সামগ্রীগুলি সুবিধাপ্রাপকদের হাতে তুলে দেন জেলা ভেটেরিনারি আধিকারিক জেএ তালুকদার।
অনুরূপভাবে লালা উন্নয়ন খণ্ডে ৬৫ জন চাষি এবং হাইলাকান্দি উন্নয়ন খণ্ডে ৩৪ জন চাষিকে উন্নত জাতের অধিক ফলনশীল পশু খাদ্যের ঘাসের চারা বণ্টন করা হয়েছে ভেটেরিনারি বিভাগ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *