হাইলাকান্দি (অসম), ২৭ জুলাই (হি.স.) : হাইলাকান্দি জেলার ৪৭ হাজার ৯৯৮ জন কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের ১৪ নম্বর কিস্তি হিসাবে ২ হাজার টাকা করে অর্থ অনলাইনে অ্যাকাউন্টের মাধ্যমে বণ্টন করা হয়েছে।
এ উপলক্ষ্যে জেলার চিপরসাঙ্গন হাইস্কুল এবং কাটলিছড়ার এসকে রায় কলেজে দুটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রাজস্থানের সিকার থেকে প্রধানমন্ত্রীর কেন্দ্রীয়ভাবে অর্থ বণ্টন অনুষ্ঠান ওয়েবকাস্ট করে বড় পর্দায় দেখানো হয়েছে। চিপরসাঙ্গনের অনুষ্ঠানে ডিডিসি অ্যালডার্ড ফারহিন, জেলা কৃষি আধিকারিক আব্দুল বাতেন চৌধুরী এবং বিজেপি জেলা সভাপতি স্বপন ভট্টাচার্য অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন।