হাইলাকান্দির মহরম কমিটিগুলিকে কিছু শর্তাবলি সহ স্বেচ্ছাসেবক নিয়োগের নির্দেশ


হাইলাকান্দি (অসম), ২৭ জুলাই (হি.স.) : হাইলাকান্দি জেলায় পাঁচটি স্থানে শনিবার বিভিন্ন কার্যসূচির মাধ্যমে অনুষ্ঠেয় মহরম সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের জন্য সংশ্লিষ্ট কমিটিগুলিকে পর্যাপ্ত সংখ্যায় স্বেচ্ছাসেবক নিয়োগ করতে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

মহরম কমিটিগুলির সঙ্গে সম্প্রতি হাইলাকান্দিতে অনুষ্ঠিত জেলা প্রশাসনের এক বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়েছে। জেলা কমিশনার নিসর্গ হিভারের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় স্বেচ্ছাসেবকদের কমিটির কর্মকর্তাদের স্বাক্ষরিত আইডেন্টিটি কার্ড দিয়ে শান্তি-শৃঙ্খলা রক্ষার কাজে লাগাতে বলা হয়।। এ উদ্দেশ্যে স্বেচ্ছাসেবকদের নামের তালিকা কম করে তিন দিন আগে স্থানীয় থানায় জমা দিতেও বলেছে প্রশাসন। পাশাপাশি মহরমের অনুষ্ঠানগুলিতে ব্যবহৃত মাইক বা লাউডস্পিকারের শব্দের আওয়াজ ৬৫ ডেসিবলের নীচে রাখতে বলা হয়েছে। অনুমতিপ্রাপ্ত শোভাযাত্রায় কেবলমাত্র ছোট যানবাহন যেমন ম্যাজিক ভ্যান, অটোরিকশা, ই-রিকশা ইত্যাদি ব্যবহার করা যাবে।

এছাড়া মহরম কমিটিগুলিকে অনুষ্ঠানস্থলে একটি করে হেল্পডেস্ক চালু রাখতেও প্রশাসন থেকে জানিয়ে দেওয়া হয়। অনুমতিপ্রাপ্ত শুভযাত্রাগুলিতে কোনও ধরনের প্ররোচনামূলক স্লোগান দেওয়া যাবে না বলেও সতর্ক করেছে জেলা প্রশাসন।
উল্লেখ্য, জেলায় যে পাঁচটি স্থানে মহরমের অনুষ্ঠানের জন্য ওই সভায় অনুমতি দেওয়া হয়েছে সেগুলি হাইলাকান্দি ডিএসএ মাঠ, লালা কলেজ মাঠ, ঘাড়মুড়া, কারিছড়া এবং ধলছড়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *