দুদিনের সফরে ২৯ জুলাই হিংসাজর্জর মণিপুর যাবেন ‘ইন্ডিয়া’ জোটের সাংসদরা, জানান অধীর


নয়াদিল্লি, ২৭ জুলাই (হি.স.) : দুদিনের সফর সূচি নিয়ে আগামী ২৯ জুলাই হিংসাজর্জর মণিপুর যাবেন ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স’ (আইএনডিআইএ বা ইন্ডিয়া) জোটের সাংসদরা৷ তাঁরা মণিপুর গিয়ে রাজ্যের চলমান হিংসার খোঁজখবর নেবেন৷ থাকবেন ৩০ জুলাই পর্যন্ত৷ লোকসভার স্পিকার ওম বিড়লা সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের নোটিশ গ্রহণ করার সঙ্গে সঙ্গে চলমান রাজনৈতিক পরিস্থিতিকে আরও তীব্র করে তোলার জন্য এই পদক্ষেপ ‘ইন্ডিয়া’ জোট-শরিকরা নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

তাঁদের মণিপুর সফর সম্পর্কে লোকসভায় বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরী জানান, মণিপুরে গত প্রায় ৮২-৮৩ দিন ধরে যে জাতিসংঘর্ষ চলছে তার অবসান চায় ‘ইন্ডিয়া’। মণিপুরের ওপর প্রধানমন্ত্রী মোদীর কী বক্তব্য তা শুনতে তাঁরা আগ্রহী। লোকসভায় এসে প্রধানমন্ত্রীকে বিবৃতি দিতেই হবে। তিনি পালিয়ে বেড়াচ্ছেন। তাই প্রধানমন্ত্রীর পলাতক অবস্থানের বিরুদ্ধে ‘ইন্ডিয়া’ অনাস্থা প্রস্তাব পেশ করেছে। লোকসভার স্পিকার তাঁদের আবেদন গ্রহণ করেছেন।

তিনি বলেন, ইতিমধ্যে তাঁরা হিংসাজর্জর মণিপুরে গিয়ে সরেজমিনে পরিস্থিতির পর্যালোচনা করতে চান। তাই তাঁরা আগামী ২৯ তারিখ মণিপুর যাবেন। সেখানে গিয়ে রাজনৈতিক, অরাজনৈতিক, পীড়িত প্রমুখদের সঙ্গে দেখা করে পরিস্থিতির খোঁজ নেবেন ‘ইন্ডিয়া’র শরিক সাংসদরা। অধীররঞ্জন বলেন, কিছুদিন আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী মণিপুর গিয়ে পরিস্থিতির খোঁজ নিয়ে এসেছেন। তিনি পীড়িত ও বাস্তুহারাদের সঙ্গে দেখা করে কথা বলেছেন। পরিস্থিতি খুবই খারাপ, বলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *