ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই।।
আবারও লংঘিত হলো টিসিএ-র সংবিধান। এবার তপন লোধের নেতৃত্বে টিসিএ অফিস দখলকারীরা আগামী দুই আগস্ট ডাকলো এক স্পেশাল জেনারেল মিটিং। সংবিধান মোতাবেক এই মিটিং ডাকার একমাত্র অধিকার রয়েছে সচিবের। মিটিং ডাকলেন দায়িত্বপ্রাপ্ত সচিব জয়ন্ত দে। টিসিএর সংবিধানে দায়িত্ব প্রাপ্ত সচিব এই মিটিং ডাকতেই পারেন না। স্পেশাল জেনারেল বডির মিটিং ডাকার অধিকার রয়েছে একমাত্র সচিবের।একই সঙ্গে এই চিঠিতে ২০ জুলাই হওয়া মিটিংয়ের সিধান্ত জানানো হলো ২৭ জুলাই। এত দেরিতে কেন প্রকাশ করা হলো এই সিদ্ধান্ত গুলো।এই চিঠিকে ঘিরে এখন উঠছে আবার ও বহু প্রশ্ন। এক কথায়, আবারও সংবিধান লঙ্ঘনের কারণে আইনি বেড়াজাল ক্রমশ বাড়ছে বলা যেতে পারে। টিসিএ-র পরিস্থিতি ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে। আখেরে লোকসান রাজ্য ক্রিকেটের।
2023-07-27