২৭-২৮ জুলাই রাজস্থান ও গুজরাটে সফর প্রধানমন্ত্রীর, দুই রাজ্যে রয়েছে একগুচ্ছ কর্মসূচি

নয়াদিল্লি, ২৫ জুলাই (হি.স.): একগুচ্ছ কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৭ ও ২৮ জুলাই রাজস্থান ও গুজরাট সফরে যাচ্ছেন। এই সফরকালের শুরুতে, বৃহস্পতিবার সকালে রাজস্থানের সিকারে একটি জনসভায় যোগ দেবেন তিনি। সেখানে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। কৃষকদের উপকারের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষান সমৃদ্ধি কেন্দ্র দেশের উদ্দেশ্যে উৎসর্গ করবেন।

পরবর্তী দিন, শুক্রবার (২৮ জুলাই) গুজরাটের গান্ধীনগরে সেমিকন ইন্ডিয়া ২০২৩-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। রাজকোটের কাছে হিসারিতে গুজরাটের প্রথম গ্রীনফিল্ড বিমানবন্দরের উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৮ জুলাই গান্ধীনগরে ‘সেমিকন ইন্ডিয়া ২০২৩’-এর উদ্বোধন করবেন। সেমিকন্ডাক্টর তৈরির প্রক্রিয়া এবং এই ক্ষেত্রের অগ্রগতি সম্পর্কে মানুষকে অবহিত করার উদ্দেশ্যেই এই প্রদর্শনীর আয়োজন। ৩০ জুলাই পর্যন্ত তা চলবে। সেমিকন্ডাক্টর ক্ষেত্রের সঙ্গে যুক্ত কোম্পানিগুলি সেমিকন ইন্ডিয়া ২০২৩-এ অংশ নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *