পুনর্নির্মিত আইটিপিও কমপ্লেক্স দেশকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী, অভিন্দন জানালেন শ্রমজীবীদের

নয়াদিল্লি, ২৬ জুলাই (হি.স.): পুনর্নির্মিত আইটিপিও কমপ্লেক্স-এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে নতুন দিল্লির নতুন আইটিপিও কমপ্লেক্সে হবন ও পূজার্চনা করেছেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী এদিন নতুন দিল্লির প্রগতি ময়দানে আন্তর্জাতিক প্রদর্শনী তথা সম্মেলন কেন্দ্র দেশকে উদ্দেশে উৎসর্গ করেন। পরে শ্রমজীবীদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রীর, তাঁদের অভিনন্দনও জানান।

চলতি বছরের সেপ্টেম্বর মাসে এখানেই অনুষ্ঠিত হবে ভারতের সভাপতিত্বে জি-২০ গোষ্ঠীর বৈঠক। এই স্থানটি প্রগতি ময়দান কমপ্লেক্স নামেও পরিচিত, প্রায় ১২৩ একর এলাকাজুড়ে বিস্তৃত স্থানটি। এটি ভারতের বৃহত্তম মিটিং, ইনসেনটিভ, সম্মেলন এবং প্রদর্শনী গন্তব্য। জি-২০ গোষ্ঠীর বৈঠকের জন্য নতুন করে সাজিয়ে তোলা হয়েছে নতুন আইটিপিও কমপ্লেক্সটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *