নয়াদিল্লি, ২৬ জুলাই (হি.স.): প্রবল বৃষ্টিতে ভিজল রাজধানী দিল্লি, বৃষ্টি হয়েছে সমগ্র এনসিআর অঞ্চলে। বুধবার ভোররাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে ভিজেছে দিল্লি-এনসিআর অঞ্চলে। বৃষ্টি থামেনি সকালেও, দিল্লির পাশাপাশি বৃষ্টি হয়েছে উত্তর প্রদেশের নয়ডাতেও। প্রবল বৃষ্টির জেরে দিল্লির কোনও কোনও রাস্তায় জল জমে যায়, ফলে শ্লথ গতিতে চলাচল করে যানবাহন। কোথাও কোথাও যানজটেরও সৃষ্টি হয়।
দিল্লির মান্ডি হাউস, রিং রোড, শান্তিপথ, আইটিও রোড সর্বত্রই ভারী বৃষ্টি হয়েছে বুধবার। আইটিও রোডে জলও জমে গিয়েছে। সেখানে অত্যন্ত ধীর গতিতে চলাচল করে গাড়ি। শুধুমাত্র দিল্লি নয়, এদিন ভোররাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে উত্তর প্রদেশেও। বৃষ্টির দরুণ দিল্লির তাপমাত্রা কিছুটা কমেছে। এদিকে, ফের যমুনা নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।