বিধানসভায় বিজেপির ওয়াক আউট

কলকাতা, ২৬ জুলাই (হি. স.) : নারী নির্যাতন নিয়ে মুলতুবি প্রস্তাব আনতে না পেরে বিধানসভায় বিজেপির ওয়াক আউট ।

মণিপুরের বিষয় নিয়ে রোজই বিরোধী রাজনৈতিক দলগুলির বিক্ষোভের জেরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে সংসদে। এবার পশ্চিমবঙ্গ বিধানসভাও উত্তপ্ত হয়ে উঠল বিরোধীদের বিক্ষোভের জেরে। তবে এখানে বিষয় নারী নির্যাতন।

বুধবার রাজ্য বিধানসভায় প্রধান বিরোধী দল বিজেপির তরফে নারী নির্যাতন নিয়ে মুলতুবি প্রস্তাব আনতে চাওয়া হয়৷ প্রস্তাব পাঠ করতে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুমতি চান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল৷ কিন্তু অধ্যক্ষ সেই অনুমতি দিতে রাজি হননি। ফলে বিজেপি বিধায়করা বিধানসভা থেকে ওয়াক আউট করেন৷ অধিবেশন কক্ষের বাইরে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তাঁরা।