আইন ভেঙে পদত্যাগ করলেন নিউজিল্যান্ডের আইনমন্ত্রী

ওয়েলিংটন, ২৫ জুলাই (হি.স.): দুইটি আইন ভাঙার দায়ে অভিযুক্ত নিউজিল্যান্ডের আইনমন্ত্রী কিরি অ্যালান পদত্যাগ করেছেন। বেপরোয়া গাড়ি চালনা এবং সড়ক দুর্ঘটনায় জড়িত থাকা সত্ত্বেও গ্রেফতারর এড়ানোর চেষ্টায় অভিযুক্ত হওয়ার পর তিনি তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

কিরি অ্যালানের বিরুদ্ধে অভিযোগ তিনি, নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে মাতাল অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন । সে সময় তিনি এক দুর্ঘটনার ঘটিয়ে বসেন। পরে তাকে পুলিশ স্টেশনে নিতে চাইলে এক পুলিশ কর্মকর্তার সঙ্গে তিনি খারাপ ব্যবহার করেন। পরে গত রবিবার স্থানীয় সময় রাত নয়টায় তাকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।

এ ঘটনা প্রকাশ্যে আসার পরপরই দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স জানান, আইনমন্ত্রী কিরি অ্যালান তাৎক্ষণিকভাবে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। তিনি বলেন, অ্যালানের বিরুদ্ধে রাস্তায় গাড়ির বেপরোয়া ব্যবহার এবং এক পুলিশ কর্মকর্তার সঙ্গে খারাপ ব্যবহার করার অভিযোগ উঠেছে। পাশাপাশি তার নিঃশ্বাসে অতিরিক্ত অ্যালকোহলের উপস্থিতিও পাওয়া গেছে।

এসব অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে পদ ছাড়ার ঘোষণা দেন অ্যালান। তার পদত্যাগের ফলে নির্বাচনী বছরে মন্ত্রিসভা ছেড়ে দেওয়া চতুর্থ কিউই মন্ত্রী হলেন তিনি। এ বিষয়ে অ্যালান বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমি বেশকিছু ব্যক্তিগত সমস্যার মুখে পড়েছি। তারপরও আমার বিশ্বাস ছিল, মন্ত্রিত্বের দায়িত্বের পাশাপাশি আমি সেই সমস্যাগুলো ভালোভাবেই মোকাবেলা করতে সক্ষম হব। তবে রবিবারের ঘটনা আমাকে বুঝিয়ে দিয়েছে, আমি ঠিক নেই। আমি ওই সড়ক দুর্ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে ওই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, আইন মন্ত্রণালয়ের পাশাপাশি আঞ্চলিক উন্নয়ন, সংরক্ষণ ও জরুরি ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন কিরি অ্যালান। মানসিক অসুস্থতার কারণে কিছুদিনের জন্য ছুটিতে ছিলেন তিনি। সোমবার তার দায়িত্বে ফিরে আসার কথা ছিল। তবে এর আগেই পদত্যাগের ঘোষণা দিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *