নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই৷৷ শান্তিরবাজার শহরের প্রাণকেন্দ্রে চুরি করে যাচ্ছে নিশিকুটম্বের দল৷ এরইমধ্যে রবিবার গভীর রাতে সব্জী বাজারে কালিমন্দিরের তালা ভেঙ্গে প্রনামী বাক্স ভেঙ্গে প্রনামী বাক্স থেকে নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় নিশিকুটম্বের দল৷ মন্দির থেকে প্রনামীবাক্স টি ভেঙ্গে মন্দিরের পেছনে একটি দোকানে বাক্সটি ভেঙ্গে রেখে চলে যায়৷ সোমবার সকালবেলা এই চুরির বিষয়ে স্থানীয় ব্যাবসায়ী থেকে শুরু করে মন্দির কমিটির লোকজনেরা জানতে পেরে চুরির বিষয়ে খবর দেয় শান্তির বাজার থানায়৷ মন্দির কমিটির লোকজনেরা সংবাদমাধ্যমের সন্মুখিনহয়ে চুরির বিষয়ে জানাতেগিয়ে পুলিশের ভূমিকা নিয়ে একরাশ ক্ষোভ উবরেদেন৷ উনারা অভিযোগ করেন চুরির বিষয়ে থানায় জানানোর পর দীর্ঘ অনেকসময় অতিক্রান্ত হয়েগেলেও পুলিশ ঘটনাস্থলে উপস্থিতহননি৷ স্থানীয় ব্যবসায়ীরা জানান পুলিশ রাত্রিবেলায় বাজারে সঠিকভাবে ডিউটি করেননা৷ তাই নিশিকুটম্বের দল চুরি করার সাহস পেয়েযাচ্ছে৷ এই চুরি কান্ডে প্রনামী বাক্স থেকে প্রায় নগদ ৮ হাজার টাকা চুরি হয়েছে বলে ধারনা করাহচ্ছে৷ শহরে এইভাবে চুরিকান্ড ঘটাতে নিরাপত্তাহীনতায় ভূগছে শান্তির বাজারের স্থানীয় ব্যাবসায়ীরা৷ ঘটনার দীর্ঘ অনেকসময় অতিক্রান্ত হবার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন৷ এখন দেখার বিষয় ঘটনার সুষ্ঠ তদন্তে ও ঘটনারসাথে জরিতদের আটক করতে পুলিশ কতটুকু সক্ষম হয়৷