ফুলো ঝানু-১৭ ইকফাই-০
(দিপালী ৭, সুপ্রিয়া ৫ জিমি-২, মৌসুমী,
ঝুমা, তানিয়া)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই।।গোলের বণ্যা। উমাকান্ত মিনি স্টেডিয়ামে। সকালে প্রখর রৌদের মধ্যেই বইলো বণ্যা। আর ওই বণ্যায় কার্যত ভেসে গেলো নবাগত ইকফাই দল। ম্যাচে হ্যাটট্রিক সহ ৭ গোল করে দিপালী হালাম বুঝিয়ে দিলেন সে এখনও ফুরিয়ে যায়নি। এছাড়া হ্যাটট্রিক সহ ৫ গোল করেন সুপ্রীয়া কিসপটিন। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত মহিলা লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ফুলো ঝানো দল ১৭-০ গোলে বিধ্বস্ত করে ইকফাইকে। আসরে ৫ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে কিল্লা মর্ণিং ক্লাবের সঙ্গে যুগ্মভাবে তৃতীয় স্থান রয়েছে ফুলো ঝানো দল। ৬ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে মরশুম শেষ করলো ফুলো ঝানো দল। এদিন ম্যাচের শুরু থেকে আক্রমাত্তক ফুটবল খেলতে থাকেন ফুলো ঝানো দলের মহিলা ফুটবলাররা। দলকে আক্রমণে নেতৃত্ব দেন দিপালী হালাম। ম্যাচের শুরুতেই দিপালীর বার কয়েক আক্রমণে ফুলো ঝানো দলের রক্ষণভাগে চিড় ধরে। তবে প্রথম গোল পেতে দলকে অপেক্ষা করতে হয় ১২ মিনিট। মৌসুমী ওরাং দলের পক্ষে প্রথম গোলটি করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি দলকে। ১৫,৪৮,৫৩, ৫৭, ৬০ মিনিটে সুপ্রীয়া কিসপটিম, ১৭ মিনিটে ঝুমা ওরাং, ১৮,৪০,৪২,৪৪,৬৬,৭০,৮৬ মিনিটে দিপালী হালাম, ৩৫ মিনিটে তানিয়া মজুমদার, ৫৪,৫৯ মিনিটে জিমি মলশুম এবং ১৭ মিনিটে ঝুমা ওরাং গোল করেন। প্রথমার্ধে বিজয়ী দল ৮-০ গোলে এগিয়ে ছিলো। ম্যাচটি পরিচালনা করেন লিটন সাহা।