নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.): কখনও বাড়ছে, কখনও আবার কমে যাচ্ছে। রাজধানী দিল্লিতে যমুনা নদীর জলস্তরের ওঠানামা লেগেই রয়েছে। রবিবার সকালে ফের বিপদসীমার গন্ডি অতিক্রম করল যমুনার জলস্তর। এদিন সকাল সাতটা নাগাদ বিপদসীমার গন্ডি অতিক্রম করে ২০৫.৮১ মিটারে পৌঁছে যায় যমুনা নদীর জলস্তর। যমুনার জলস্তর বাড়তেই ফের চিন্তায় দিল্লি প্রশাসন।
রবিবার সকাল থেকে নতুন করে জলস্তর বাড়তে শুরু করেছে যমুনা নদীর, প্রথমে বিপদসীমা অতিক্রম করে ২০৫.৭৫ মিটারে পৌঁছে যায় যমুনার জলস্তর। পরে তা আরও বেড়ে সকাল সাতটা নাগাদ ২০৫.৮১ মিটারে পৌঁছে গিয়েছে। যমুনার জলস্তর বৃদ্ধির ফলে ও বন্যা পরিস্থিতির কারণে এখনও বহু মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। কবে নিজস্ব বাড়ি ফিরতে পারবেন সেই অপেক্ষায় সবাই।