নিউইয়র্ক, ২২ জুলাই (হি.স.) : আমেরিকার কিংবদন্তি গায়ক টনি বেনেট মারা গেছেন। মৃত্যুকালে এ পপ ও জ্যাজ তারকার বয়স হয়েছিল ৯৬ বছর। স্থানীয় সময় গতকাল শুক্রবার সকালে তিনি নিউইয়র্কে মারা যান।
টনি বেনেটের মুখপাত্র সিলভিয়া ওয়েনার শিল্পীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। ২০১৬ সাল থেকে আলঝেইমার রোগে ভুগছিলেন শিল্পী। অসুস্থতা নিয়েও পারফর্ম করে গেছেন টনি। তবে তার পরিবারের পক্ষ থেকে রোগাক্রান্ত হওয়ার খবর প্রকাশ করা হয় ২০২১ সালে। ১৯২৬ সালে যুক্তরাষ্ট্রে ইতালির এক অভিবাসী পরিবারে টনির জন্ম। মাত্র ১০ বছর বয়সে বাবাকে হারিয়ে পরিবারিকভাবে বেশ সমস্যার মধ্যে পড়েন।
নিউইয়র্কের স্কুল অফ ইন্ডাস্ট্রিয়াল আর্ট-এ সঙ্গীত এবং চিত্রকলা অধ্যয়নের জন্য নাম লেখানোর আগে কিশোর বয়সে তিনি একজন গায়ক ওয়েটার ছিলেন। সহকর্মী বব হোপের কথায় তিনি তার নাম পরিবর্তন করে রাখেন টনি বেনেট। খুব দ্রুতই তিনি একজন কিশোর আইকন হয়ে ওঠেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে তিনি যোগ দেন মার্কিন সেনাবাহিনীতে। যুদ্ধের পর তিনি তার গানের ক্যারিয়ার শুরু করেন। ১৯৫২ সালে প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম। আট দশকের কর্মজীবনে ২০টি গ্র্যামি পুরস্কার জিতেছেন টনি। যার মধ্যে একটি ছিল আজীবন সম্মাননা পুরস্কার। ১৯৬২ সালে মুক্তি পাওয়া ‘আই লেফট মাই হার্ট ইন সান ফ্রান্সেসকো’ তার সবচেয়ে জনপ্রিয় গানগুলোর একটি।
বেনেট নাগরিক অধিকার আন্দোলনের একজন সমর্থক ছিলেন। তিনি ১৯৬৫ সালের সেলমা থেকে মন্টগোমারি মার্চে অংশ নিয়েছিলেন এবং বর্ণবাদ যুগের দক্ষিণ আফ্রিকায় অভিনয় করতে অস্বীকার করেছিলেন।