গুয়াহাটি, ২১ জুলাই (হি.স.) : মণিপুরে মহিলাদের সাথে নারকীয় ঘটনায় এবার মুখ খুললেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারমন। তাঁর কথায়, মণিপুরের ঘটনায় আজ সারা দেশ লজ্জিত। মণিপুর অত্যন্ত সংবেদনশীল এবং গম্ভীর পরিস্থিতির সাথে মোকাবিলা করছে। এরই সাথে এমন ঘটনা সকলকেই আহত করেছে। গুয়াহাটিতে সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসের বিনিয়োগ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি এভাবেই মণিপুরের ঘটনায় নিন্দা জানিয়েছেন তিনি।
এদিন তিনি বলেন, সংসদ অধিবেশন শুরু হওয়ার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুরের ঘটনায় নিন্দা জানিয়েছেন। তিনি সাফ বলেছেন, ওই ঘটনা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সাথে তিনি ওই ঘটনায় কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় অর্থ মন্ত্রী, অপরাধী উচিত সাজা পাবেন বলে নিশ্চিত বিশ্বাস করেন।
প্রসঙ্গত, মণিপুরে দুই মহিলা নগ্ন করে হাটানোর একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। ওই ঘটনাকে ঘিরে সারা দেশে তোলপাড় অবস্থা। বিরোধীরা ওই ইস্যুতে দুইদিন সংসদ অচল করে রেখেছেন।