আগস্টে উত্তরাখন্ডে ‌জাতীয় পাওয়ার লিফটিংয়ের জন্য রাজ্যদল ঘোষিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই।।ঘোষিত হলো ত্রিপুরা দল। উত্তরাখন্ডে কাশিপুরে জাতীয় সিনিয়র পাওয়ার লিফটিং প্রতিযোগিতা অংশগ্রহণের লক্ষ্যে। ৮-‌১৩ আগস্ট হবে আসর। তাতে অংশ নেবে ত্রিপুরা। আসরে অংশ নেওয়ার লক্ষ্য বৃহস্পতিবার ত্রিপুরা দল গঠনের লক্ষ্যে নির্বাচনী শিবির হয় এন এস আর সি সি-‌র ভারোত্তোলন হলে। তাতে ৬ সদস্যের ত্রিপুরা দল গঠন করা হয়। এর মধ্যে ৪ জন পুরুষ। ত্রিপুরা দলের কোচ নির্বাচিত হয়েছেন কুমুদ বনিক। এছাড়া ম্যানেজার নির্বাচিত হয়েছেন সঞ্জয় আচার্য। আসরে ত্রিপুরা ভালো ফলাফল করবে আশা করছেন রাজ্য সংস্থার সচিব নারায়ন চন্দ্র দেবনাথ। ঘোষিত দল:‌ আলমিন হুসেন, অমরজিৎ দাস, সৌরভ রাই বর্মন, রাজেশ শর্মা, তনুশ্রী পাল এবং  রুণি দেববর্মা । কোচ কুমুদ বনিক এবং ম্যানেজার সঞ্জয় আচার্য।‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *