রামকৃষ্ণনগর (অসম), ২১ জুলাই (হি.স.) : অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো এক ব্যক্তির । শুক্রবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে করিমগঞ্জের রামকৃষ্ণনগর সার্কুলের চম্পকনগরে ।
জানা যায়, গান্ধীনগর জিপির চার নম্বর ওয়ার্ডের চম্পকনগর গ্রামের মাখন লাল নাগ প্রতি দিনের মত দুপুরে বাড়ির সম্মুখে বেঁধে রাখা গরু আনতে যাওয়ার পথে দ্রুতগামী একটি অটোরিকশা চম্পকনগর এডি ক্যাম্পের সামনে সজরে ধাক্কা মারলে সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রামকৃষ্ণ নগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এরপর ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন রামকৃষ্ণনগর পুলিশ প্রশাসন । মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাইলাকান্দি পাঠানো হয়েছে । ঘটনায় শোকের ছায়া এলাকাজুড়ে ।