মহারাষ্ট্রের রায়গড়ে ভূমিধসে মৃত্যু বেড়ে ১৬, কাদামাটিতে এখনও অনেকের আটকে থাকার শঙ্কা

রায়গড়, ২১ জুলাই (হি.স.): মহারাষ্ট্রের রায়গড় জেলায় ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ১৬-তে, কাদামাটিতে এখনও বেশ কিছু মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিধসের ঘটনায় আহত হয়েছেন অন্ততপক্ষে ৭৫ জন। প্রাণ বাঁচানোর আপ্রাণ চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ও অন্যান্য উদ্ধারকারী দল। শুক্রবার সকালেও ভূমিধস-কবলিত এলাকায় উদ্ধারকাজ চলতে থাকে জোরকদমে।

শুক্রবার সকালে এনডিআরএফ-এর ৫ নম্বর ব্যাটালিয়নের ইন্সপেক্টর রাহুল কুমার রঘুবংশ বলেছেন, “আমরা তিন ধরনের তল্লাশি চালিয়ে যাচ্ছি, এটি খুবই চ্যালেঞ্জিং ট্রেক, যদিও এ জন্য আমরা প্রশিক্ষণরত।” বৃহস্পতিবার গভীর রাতে রায়গড়ের খালাপুর তহসিলের ইরশালওয়াড়ি গ্রামে আচমকা ধস নামে। পাহাড়ের উপর বেশ কয়েকটি বাড়ি ধসে যায়। মাটিতে বসে যায় কিছু কিছু বাড়ি। ওই এলাকার মোট ৪৮টি পরিবার এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ১৩, রাতের অন্ধকারের জন্য উদ্ধারকাজ বন্ধ রাখা হয়। শুক্রবার সকালে পুনরায় শুরু হয় উদ্ধারকাজ। এখনও পর্যন্ত মোট ১৬টি দেহ উদ্ধার হয়েছে।