নাইন বুলেটস-৩ স্পোর্টস স্কুল -১
(লালরিন-২, কাচাং) (বিমল)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই।।
বুলেটসে বিধ্বস্ত ত্রিপুরা স্পোর্টস স্কুল। ৪ ম্যাচ খেলে ৩ টিতে জয় এবং একটি ম্যাচে পয়েন্ট ভাগ করে ১০ পয়েন্ট নিয়ে অনেকটাই এগিয়ে কর্মেন্দু দেববর্মার দল। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নাইন বুলেটস ৩-১ গোলে পরাজিত করে ত্রিপুরা স্পোর্টস স্কুলকে। একঝঁাক তারকা ফুটবলারদের নিয়ে গড়া নাইন বুলেটস বৃহস্পতিবার ম্যাচের শুরু থেকেই পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলতে থাকে। বল দখলের লড়াইয়েও ছিলো এগিয়ে। গতি এবং দক্ষতায় দু-দল সম শক্তিসম্পন্ন হলেও শক্তিতে কিছুটা এগিয়ে যায় নাইন বুলেটসের ফুটবলাররা। এখানেই এগিয়ে যায় নাইন বুলেস। তবে শেষ মিনিট পর্যন্ত ‘হার না মানা’ মানসিকতা শেষ মিনিট পর্যন্ত লড়াইয়ে রেখেছিলো রাজেশ রায় চৌধুরির দলকে। ম্যাচ শুরুর ১৯ মিনিটের মাথায় লালরিন থুলুঙ্গার গোলে এগিয়ে যায় সাদা-লাল দল। ৩৫ মিনিটে নিজের এবং দলের দ্বিতীয় গোল করেন লাল রিন থুলুঙ্গা। বিরতির পর দু-দলই আক্রমাত্তক ফুটবল খেলতে থাকে। কিন্তু কোনও দলের আক্রমণে তেমন দানা বাধতে পারেনি। ম্যাচ শেষ হওয়ার দুমিনিট আগে বিমল রিয়াং ব্যবধান কমান। খেলা শেষ হওয়ার ১ মিনিট আগে ত্রিপুরা স্পোর্টস স্কুলের জালে সেষবার বল পাঠান কাচাং জমাতিয়া। রেফারি আদিত্য দেববর্মা হলুদ কার্ড দেখান বিজয়ী দলের জেমস লাল রোয়াত ফেলা এবং বিজীত দলের জন জমাতিয়াকে।