নয়াদিল্লি, ২০ জুলাই (হি.স.): মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় ঘোরানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যসভার সাংসদ ও প্রবীণ অভিনেত্রী জয়া বচ্চন। উদ্বেগ প্রকাশ করে বৃহস্পতিবার জয়া বচ্চন বলেছেন, প্রতিদিন মহিলাদের সঙ্গে কিছু না কিছু হচ্ছেই, যা দুঃখজনক। তিনি আরও বলেছেন, “খুবই খারাপ লেগেছে, পুরো ভিডিওটা আমি দেখতে পারিনি।”
জয়া বচ্চনের কথায়, “খুবই লজ্জার বিষয়, কেউ গুরুত্ব দিচ্ছে না। মহিলাদের সঙ্গে এত খারাপ ব্যবহার করা হচ্ছে। এটা খুবই হতাশাজনক। প্রতিদিন মহিলাদের সঙ্গে কিছু না কিছু হচ্ছেই। এটা খুবই দুঃখজনক।”
উল্লেখ্য, হিংসাদীর্ণ মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় ঘোরানোর ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে।