বাজারিছড়া (অসম), ১৯ জুলাই (হি.স.) : বাজারিছড়া থানার পুলিশের অভিযানে গ্রেফতার দুই তিরের টিকিট (এক ধরনের নিষিদ্ধ জুয়া) বিক্রেতা বিশাল মালাকার ও নির্মল বিশ্বাসকে আজ বুধবার করিমগঞ্জের বিচারবিভাগীয় আদালত জেলা কারাগারে পাঠিয়েছে।
মঙ্গলবার দুই তিরের টিকিট বিক্রেতা বিশাল মালাকার ও নির্মল বিশ্বাসকে কন্টেকছড়া ও রাঙামাটি থেকে হাতেনাতে পাকড়াও করেছিলেন বাজারিছড়া থানার ওসি দীপক দাস। পাশাপাশি ধৃতদের কাছে থেকে দুটি দামি মোবাইল ফোনের হ্যান্ডসেট ও নগদ কিছু টাকা বাজেয়াপ্ত করা হয়েছিল।