মুক্তির আগেই হিট ‘ওপেনহাইমার’

কলকাতা, ১৯ জুলাই (হি.স.) : মুক্তি পেতে বেশ দেরি কিন্তু মুক্তি পাওয়ার আগেই রীতিমত চর্চায় রয়েছে ক্রিস্টোফার নোলানের নতুন ছবি ‘ওপেনহাইমার’। সোশ্যাল মিডিয়ায় ছবি ঘিরে তুঙ্গে উত্তেজনা ।

একই দিনে মুক্তি পাচ্ছে মার্গট রবি এবং রায়ান গসলিংয়ের ছবি ‘বার্বি’। ফলে সবটা মিলিয়েই এই দুই বিদেশি ছবি নিয়ে ভারতে উন্মাদনা তুঙ্গে । তবে ইতিমধ্যেই ‘ওপেনহাইমার’ ছবিটির প্রি বুকিং শুরু হয়ে গিয়েছে ।

আর দর্শকদের থেকে বেশ ভালোই সাড়া পাচ্ছে ছবটি । শুধু সাড়া নয়, রীতিমত চমকে দেওয়ার মতো সাড়া পাচ্ছে এটি । ২১ জুলাই মুক্তি পাচ্ছে এই ছবি। এদিনের সন্ধ্যা ৭টা এবং রাত ১০টার শোয়ের টিকিটের দাম ২,৪৫০ টাকা রাখা হয়েছে উল্লিখিত হলে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *