জম্মু, ১৯ জুলাই (হি.স.): প্রবল বৃষ্টিতে ভিজল জম্মু ও কাশ্মীরের নানা প্রান্ত। আর সর্বকালের সর্বোচ্চ ৩১৫.৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কাটরায়, বিগত ২৪ ঘন্টার মধ্যে এত পরিমান বৃষ্টি হয়েছে কাটরায়। আবহাওয়া দফতর জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায়, বুধবার সকাল ৮.৩০ মিনিট পর্যন্ত ৩১৫.৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কাটরায়। এর আগে ২০১৯ সালের ৩১ জুলাই কাটরায় ২৯২.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছিল।
জম্মু ও কাশ্মীরের অন্যান্য অংশেও গত ২৪ ঘন্টায় ভারী বৃষ্টি হয়েছে, জম্মুতে ১০৯ মিলিমিটার, বানিহালে ১০ মিলিমিটার এবং বাটোতে ১৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ২০-২২ জুলাই পর্যন্ত, জম্মুর “অনেক জায়গায়” এবং কাশ্মীরেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। প্রবল বৃষ্টির কারণে আকস্মিক বন্যা, কাদামাটির ধস এবং ভূমিধসের ঝুঁকি বেড়েছে।
এদিকে, ভারী বৃষ্টিপাতের কারণে ডোডা এবং রামবান জেলার সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ রাখা হয়েছে বুধবার। ডেপুটি কমিশনার ডোডা নির্দেশ দিয়েছেন “পড়ুয়াদের অবশ্যই স্কুল বন্ধ করার বিষয়ে আগে থেকেই অবহিত করতে হবে, যাতে তাঁরা বাড়ির বাইরে না বেরোয়।” অন্যদিকে, এসএসপি রিয়েসি অমিত গুপ্তা বলেছেন, শ্রী মাতা বৈষ্ণো দেবী মন্দিরের নতুন ট্র্যাকটি প্রতিকূল আবহাওয়ার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে এবং বুধবার রিয়েসি জেলায় মন্দিরের যাওয়ার জন্য হেলিকপ্টার পরিষেবা স্থগিত করা হয়েছে। পুরানো রুট থেকে নির্বিঘ্নে চলছে যাত্রা।