কলকাতা, ১৮ জুলাই (হি স)। এখানে ওখানে ছড়িয়ে থাকা ব্যালট পেপার অথবা ব্যালট বাক্সর খবর অহরহ আসছে কলকাতায়। দাবি উঠছে বিচ্ছিন্ন পুনর্ভোটের। মঙ্গলবার গোটা পুরুলিয়া জেলাতেই পুনর্নির্বাচন চেয়ে আবেদন বিজেপির। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিভজ্ঞানমের কাছে আবেদন করেছেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত।
তাঁর দাবি, পঞ্চায়েত ভোট স্বচ্ছ হয়নি। ভোটের নামে প্রহসন হয়েছে। এই মর্মে ভোট প্রহসনের তদন্ত সাপেক্ষে পুনর্নির্বাচন চেয়ে বিজেপি সাংসদ আবেদন করেছেন আদালতে। তাঁর দাবি, নিরপেক্ষ কোনও সংস্থাকে দিযে ভোটের অনিয়মের তদন্ত হোক।
মঙ্গলবার একাধিক পঞ্চায়েত মামলা নিয়ে ক্ষোভ করেন প্রধান বিচারপতি টি এস শিভজ্ঞানম। তিনি রাজনৈতিক দলগুলির উদ্দেশে বলেন, গত দেড় মাস ধরে গাদা গাদা পঞ্চায়েত মামলা হচ্ছে। সেসব মামলা শুনতে গিয়ে অন্য কোনও মামলা শোনা যাচ্ছে না। মানুষ ভাবছে, আমরা কাজ করছি না। আসলে আপনাদের পঞ্চায়েত মামলার ভিড়ে অন্য সব মামলা চাপা পড়ে যাচ্ছে। এরপরেও যদি আপনারা মামলার সময় নির্দিষ্ট করতে বলেন, সেটা আমাদের পক্ষে সম্ভব নয়। আইনজীবীদের একাংশের তাঁদের মামলার শোনার জন্য নির্দিষ্ট সময় দেওয়ার আবেদনে বিরক্ত প্রকাশ করেন প্রধান বিচারপতি।পঞ্চায়েত ভোটের আগেও একাধিক মামলা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছিল প্রধান বিচারপতিকে।
সোমবারই গুচ্ছ গুচ্ছ পঞ্চায়েত মামলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। তিনি বলেন, আমরা কি কেবল পঞ্চায়েত মামলাই শুনে যাব? অন্য কোনও মামলা শুনব না? শুধু বিরোধী দলনেতাই ২৭-২৮ টি মামলা রয়েছে। তাঁর হুঁশিয়ারি ছিল, সব মামলা আমি উন্মুক্ত (রিলিজ) করে দেব।
এদিনই পঞ্চায়েত ভোটের মূল মামলার সঙ্গে এবার নতুন কিছু আবেদন জানিয়ে যুক্ত হচ্ছে কংগ্রেস। বিরোধী দলনেতার মামলার সঙ্গে ওই আবেদনগুলিকে যুক্ত করছে কংগ্রেস। তাদের বক্তব্য, রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য একটা নির্দিষ্ট রূপরেখা তৈরি করুক আদালত। কংগ্রেসের দাবি, আরও ৩৫০০ বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিক আদালত। ২০ জুলাই সমস্ত মামলা একত্রে শুনানির সম্ভাবনা রয়েছে।