নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারে বীর সাভারকর আন্তর্জাতিক বিমানবন্দরে একটি নতুন ইন্টিগ্রেটেড টার্মিনাল ভবনের উদ্বোধন করেছেন। মঙ্গলবার সকালে দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বীর সাভারকর আন্তর্জাতিক বিমানবন্দরে একটি নতুন ইন্টিগ্রেটেড টার্মিনাল ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।
এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “আরও বেশি ফ্লাইট এবং আরও বেশি পর্যটক মানেই আরও বেশি কর্মসংস্থান। পোর্ট ব্লেয়ারের এই নতুন টার্মিনালের সঙ্গে সঙ্গে ভ্রমণের সহজলভ্যতা উন্নত হবে, ব্যবসা করার সহজতা উন্নত হবে এবং যোগাযোগও উন্নত হবে।” প্রধানমন্ত্রী মোদীর কথায়, “দীর্ঘকাল ধরে ভারতে উন্নয়নের পরিধি কয়েকটি বড় শহর এবং কয়েকটি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ ছিল। কোনও কোনও দলের স্বার্থপর রাজনীতির কারণে উন্নয়নের সুফল দেশের দূর-দূরান্তে পৌঁছয়নি।” প্রধানমন্ত্রী যোগ করেছেন, “বিগত ৯ বছরে আমরা শুধুমাত্র পুরানো সরকারের ভুলগুলিই শুধরে নিইনি, মানুষের জন্য নতুন সুযোগ-সুবিধার পথও তুলে ধরেছি। এখন ভারতে উন্নয়নের একটি নতুন মডেল তৈরি হয়েছে। এটি ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর একটি মডেল।”
প্রধানমন্ত্রী আরও বলেছেন, “আমাদের আগের সরকারের ৯ বছরে আন্দামান ও নিকোবরে প্রায় ২৩ হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছিল। আমাদের সরকারের আমলে ৯ বছরে আন্দামান ও নিকোবরের উন্নয়নে প্রায় ৪৮ হাজার কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে।”
প্রসঙ্গত, ৭১০ কোটি টাকা ব্যয়ে তৈরি হওয়া নতুন ইন্টিগ্রেটেড টার্মিনাল ভবনটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দু’টি বোয়িং ৭৬৭-৪০০ এবং দু’টি এয়ারবাস ৩২১-এর মতো বিমান রাখার অ্যাপ্রন তৈরি করা হয়েছে এখানে। এখন এই বিমান বন্দরে একসঙ্গে ১০টি বিমান রাখা যাবে।