আগরতলা, ১৭ জুলাই (হি.স.) : নিজ ঘরেই যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ধলেশ্বর ১৮ নং রোড এলাকায় স্থানীয় মানুষ বিষয়টি টের পেয়ে পূর্ব আগরতলা থানায় খবর পাঠিয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। আপাতত পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
ওই যুবকের প্রতিবেশী জানিয়েছেন, আজ সকালে ধলেশ্বর ১৮ নং রোড এলাকার বাসিন্দা ঝুটন পালের (৩৭) মৃতদেহ উদ্ধার হয়েছে।সকালে দীর্ঘ সময় ঘরের দরজা না খোলার কারণে পাশের বাড়ির লোকজনের সন্দেহ হয়। এক প্রতিবেশী যুবক ঝুটনের বাড়িতে গিয়ে ডাক দিলেও কোনও সাড়া পাননি। পরে তিনি ভেন্টিলেটর দিয়ে ঝুটনের ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়েছেন। সাথে সাথে স্থানীয় মানুষ পূর্ব আগরতলা থানায় খবর পাঠিয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। আপাতত পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।
তিনি আরও জানিয়েছেন, ঝুটন বাড়িতে একা থাকতেন। তাঁর বাবা–মা বহি:রাজ্যে গিয়েছেন।