আগরতলা, ১৭ জুলাই (হি. স.) : ত্রিপুরায় আজ সোমবার সাড়ে নয় কোটি টাকা মূল্যের মাদক দ্রব্য ধ্বংস করেছে পুলিশ। ভিডিও কনফারেন্সে তার সাক্ষী রইলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।
প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার নয়াদিল্লিতে ‘মাদক চোরাচালান ও জাতীয় নিরাপত্তা’ বিষয়ক আঞ্চলিক সম্মেলনের সভাপতিত্ব করেছেন। ওই সম্মেলনের মঞ্চ থেকেই বিভিন্ন রাজ্যে মাদক দ্রব্য ধ্বংসের সাক্ষী রয়েছেন তিনি।
ত্রিপুরা পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, গাঁজা ৫৪৭৩.১২ কেজি, নিষিদ্ধ কফ সিরাপ ৫১৩৮ বোতল, ইয়াবা ট্যাবলেট ১৯৩১৩টি এবং হেরোইন ৬৩৮১.৪৩ গ্রাম মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে। যার বাজার মূল্য ৯.৫ কোটি টাকা।