সোনভদ্র, ১৭ জুলাই (হি.স.) : সোমবার উত্তর প্রদেশের রবার্টসগঞ্জ কোতয়ালী এলাকার কম্পোজিট স্কুল জোগিয়া মন্দির প্রাঙ্গণে এক যুবকের গলাকাটা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিহতের স্বজনরা খুন করে দেহ ফেলে দেওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।
মাঝিগোয়ান গ্রামের বাসিন্দা রাম প্রবেশের ছেলে অলোক কুমার মিশ্র (২৫) কয়েকদিন আগে ছত্তিশগড় গিয়েছিলেন রোজগারের জন্য। রবিবার তিনি ছত্তিশগড় থেকে ভাইয়ের বাড়িতে এসেছিলেন। গ্রামের লোকজন জানান, রবিবার সকাল ১০টার দিকে তিনি কয়েকজনের সঙ্গে দেখা করেন। সোমবার সকালে স্কুলের শিক্ষকরা স্কুলে পৌঁছলে কম্পোজিট স্কুল জোগিয়া মন্দির চত্বরে তার দেহ দেখতে পান। যুবকের দেহ দেখে হতবাক শিক্ষকরা ঘটনাটি রবার্টগঞ্জ কোতোয়ালি থানা পুলিশকে জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে শনাক্ত করার চেষ্টা করে। আশেপাশের গ্রামবাসী মৃত যুবককে গ্রামের অলোক বলে শনাক্ত করে এবং ঘটনাটি মৃতের বাবা রাম প্রবেশকে জানায়। ঘটনাস্থলে পৌঁছে ছেলের দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন বাবা। ছেলেকে খুন করে দেহ ফেলে দেওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বাবা। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং বিষয়টি তদন্ত শুরু করেছে।

