নয়াদিল্লি, ১৭ জুলাই (হি.স.): ভারতীয় রেড ক্রস সোসাইটির উৎসর্গ, করুণা ও নিঃস্বার্থতা অন্যদেরও অনুপ্রাণিত করে। বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত ভারতীয় রেড ক্রস সোসাইটি এবং সেন্ট জন অ্যাম্বুলেন্স (ভারত)-এর বার্ষিক সাধারণ সভার অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন,
“আমাদের সংস্কৃতিতে পুরুষ সেবাকে নারায়ণ সেবা হিসেবে ধরা হয়। ভারতীয় রেড ক্রস সোসাইটি ১০০ বছরেরও বেশি সময় ধরে সেবামূলক কাজ করছে। প্রাকৃতিক দুর্যোগ হোক অথবা স্বাস্থ্য জরুরী, রেড ক্রস ত্রাণ কাজের মাধ্যমে নিজস্ব প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।”
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আরও বলেছেন, “কোভিড-১৯ মহামারি মোকাবিলায় অল্প সময়ের মধ্যে ২২০ কোটিরও বেশি ভ্যাকসিন ডোজ দিয়ে বিশ্ব রেকর্ড তৈরি করেছে ভারত। তবে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সবসময় প্রস্তুত থাকা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা অপরিহার্য যে আমরা উদ্ভাবনকে আলিঙ্গন করি এবং পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদেরকে মানিয়ে নিতে পারি।”
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আরও বলেছেন, “ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি সমগ্র দেশে ১০০টিরও বেশি রক্তদান কেন্দ্র এবং মোবাইল প্রচারাভিযানের মাধ্যমে জীবন বাঁচানোর জন্য ভারতের রক্ত-সম্পর্কিত চাহিদার প্রায় ১০ শতাংশ পূরণ করছে। বর্তমানেও কিছু মানুষের মনে রক্তদান নিয়ে নানা শঙ্কা রয়েছে। আমি চাই আপনারা রক্তদান সংক্রান্ত ভুল ধারনা দূর করুন এবং সকল মানুষকে বিশেষ করে যুব সমাজকে নিজেদের সঙ্গে যুক্ত করুন।”